Select Menu
  • Home
  • Blog Design
  • Widgets
    • HTML Editor
    • HTML Parser
    • Counter Tool
    • Css Minifier
    • Live Viewer
    • Color Code
  • SEO
  • Online Earning
  • Technology
  • About Us
  • Contact Us
  • Download
  • About Us
  • Contact Us
  • Privacy
  • Sitemap
  • Download
Shahoreyar Mostofa
  • Home
  • Blog Design
  • Widgets
  • SEO
  • Android
    • Adroid Tips
    • Android Apps
    • Android News
  • Earning
  • Error404

Wednesday, 31 August 2016

Unknown

  Unknown      Wednesday, 31 August 2016     No comments   

যানজট নিয়ন্ত্রণে থাকবে ১ হাজার রোভার স্কাউট’

ঈদুল আজহার সময় রাজধানীসহ পাশ্ববর্তী, বিশেষ করে পশুর হাটের কাছাকাছি সড়কে যানজট এড়ানোসহ বিশেষ সুবিধা দিতে এক হাজার রোভার স্কাউট সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সঠিক সময়ে বাড়ি পৌঁছানোর জন্য অতিরিক্ত ৮০টি গাড়ি প্রস্তুত থাকবে বলেও তিনি জানান।
আজ বুধবার সচিবালয়ে ঢাকার যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনায় গৃহীত ২০ বছর মেয়াদি সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (আরএসটিপি) ওপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আবারও এক হাজার রোভার স্কাউট নিয়োগ দিতে চলছি, বিভিন্ন পয়েন্টে। যে সব জায়গায় কোরবানির পশুর হাট বসবে তার আশেপাশে আমরা রোভার স্কাউটদের ডিউটি রাখব। তারা পুলিশকে সহযোগিতা করবে।’
রোভার স্কাউট সদস্যরা ঈদের আগে ৪ দিন পর্যন্ত তিন শিফটে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন বলে জানান মন্ত্রী।
পোশাক শিল্প মালিকদের অন্তত দু’দিনে ছুটির দেওয়ার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সাভার নবীনগর, আশুলিয়া এলাকায় একদিন এবং গাজীপুর, টঙ্গী এলাকায় আরেকদিন দেওয়া যেতে পারে। এতে যারা বাড়ি যাচ্ছেন তাদের ভোগান্তি কমাতে পারব। জনগণকে যানজট কমিয়ে স্বস্তি দিতে পারব।’
মন্ত্রী জানান, নেতৃবৃন্দকে (পোশাক শিল্প) আমি ইতোমধ্যে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। মন্ত্রণালয় থেকে তাদের কাছে চিঠি গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদেরকে অনুরোধ করা হয়েছে ও চিঠি দেওয়া হয়েছে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘এবারের ঈদযাত্রায় ঢাকা হতে বিভিন্ন জেলায় চলাচলের জন্য বিআরটিসির স্পেশাল সার্ভিসে ৪০০টি বাস থাকছে। পাশাপাশি যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি এবং চন্দ্রা, সাভার ও ইপিজেড-এ ৩০টি বিআরটিসির বাস যাত্রী পরিবহনের জন্য স্ট্যান্ডবাই (অপেক্ষমান) থাকবে।’
তিনি জানান, ঈদের সময় ঢাকায় যানজট থাকতে পারে। গাবতলী, মহাখালীসহ বিভিন্ন কাউন্টারে গাড়ি পৌঁছাতে অনেক সময় লাগতে পারে। তাই এসব গাড়ি আগে থেকেই রাজধানীর আশপাশের পাঁচটি কাউন্টারে রাখা হবে। যাতে যাত্রীরা সঠিক সময়ে বাড়ি যেতে পারেন।
মন্ত্রী বলেন, কোরবানির ঈদ উপলক্ষে বাস টিকিট আগামী ১ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ঢাকা মহানগরীর মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফুলবাড়িয়ার সিবিএস-২ এবং মিরপুর দ্বিতল বাস ডিপো থেকে বিভিন্ন রুটের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয় ও অধীন্যস্ত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Read More
Unknown

সুচির উদ্যোগে বিদ্রোহীদের সাথে আলোচনায় মায়ানমার

  Unknown      Wednesday, 31 August 2016     No comments   

সুচির উদ্যোগে বিদ্রোহীদের সাথে আলোচনায় মায়ানমার

  • অনলাইন রিপোর্ট
  •  
  • অান্তর্জাতিক
আপডেট: ০৯:২১:২৫ PM, মঙ্গলবার, আগস্ট ৩০, ২০১৬
দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটাতে মায়ানমারের বিদ্রোহী বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছিলেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধান অং সান সু চি। অবশেষে এই উদ্যোগ আলোর মুখ দেখছে।
বুধবার ( ৩১ আগস্ট) মায়ানমারের প্রশাসনিক রাজধানী নেইপিতোতে শুরু হতে যাওয়া সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইরত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিরা।
মায়ানমারে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে সুচির দল। এর পর থেকেই এই শান্তি আলোচনার জল্পনা কল্পনা শুরু হয়।
নির্বাচনে জয়ী হওয়ার পর গৃহযুদ্ধের অবসান ঘটাতে শান্তি প্রক্রিয়াকে অন্যতম অগ্রাধিকার হিসেবে ঘোষণা দিয়েছিলেন সু চি।
ধারণা করা হচ্ছে, বুধবার শুরু হওয়া শান্তি আলোচনায় বেশ কিছু দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে। কয়েক দিনব্যাপী সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুনও উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
নির্বাচনে জয়লাভের কয়েক মাসের মধ্যেই অধিকাংশ বিদ্রোহী গ্রুপকে আলোচনার টেবিলে ফেরানোকে সু চির সফলতা বলে মনে করছেন অনেক বিশ্লেষক।
স্বাধীনতা, আঞ্চলিক স্বশাসনের জন্য মায়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে ছোট বড় অনেকগুলো বিদ্রোহী গোষ্ঠী।
চীন সীমান্তে তৎপর শক্তিশালী বিদ্রোহী গ্রুপগুলো এর আগে সামরিক সরকারের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আসন্ন বৈঠকে  তারা ‍অংশ নেবে বলে জানা গেছে। তবে এর পেছনে রয়েছে চীনের চাপ।
দীর্ঘ আন্তর্জাতিক বিচ্ছিন্নতার সমাপ্তি ঘটিয়ে কয়েক বছর আগে নিজেদের অর্থনীতি বিদেশিদের জন্য খুলে দেয় মায়ানমার সরকার।
চলতি মাসে সু চির চীন সফরের সময় মায়ানমারে শান্তি প্রক্রিয়ায় গঠনমূলক ভূমিকা পালন করার অঙ্গীকার করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
১৯৬২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। তবে তারও আগে, ১৯৪৭ সালে ব্রিটিশদের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা লাভের সময় থেকেই দেশটির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছে বিভিন্ন জাতিগত গোষ্ঠী।
এদিকে অন্যান্য বিদ্রোহী গ্রুপের সঙ্গে আলোচনায় সম্মতি জানালেও বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সঙ্গে যে কোনো আলোচনার শক্ত বিরোধিতা করছে মায়ানমারের সামরিক বাহিনী।
অবশ্য সম্মেলনের আয়োজক কমিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে জানান, যদি এই বিদ্রোহী গ্রুপগুলো সশস্ত্র সংগ্রামের পথ থেকে সরে আসার অঙ্গীকার করে তবে তাদের সঙ্গে আলোচনায় বসবে সরকার।
এই শর্ত মেনে বিদ্রোহী গ্রুপগুলোর কোনো প্রতিনিধি বুধবার শুরু হওয়া সম্মেলনে অংশ নেবে কি না তা এখনও বোঝা যাচ্ছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
Read More
Unknown

মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!

  Unknown      Wednesday, 31 August 2016     No comments   

মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!


উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কথা এখন সারা বিশ্ব জানে। প্রতিদিন তার অপকীর্তির কথা সামনে আসে। অত্যাচারী এই শাসকের আরও নৃশংসতার কথা সম্প্রতি সামনে এলো। তার সঙ্গে মিটিংয়ে এক সরকারি কর্মকর্তার চোখ লেগে আসায় একেবারে কামান দিয়ে তাকে উড়িয়ে দিয়ে হত্যা করা হল।
উত্তর কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা রি ইয়ং জিনকে সেনাবাহিনীর কাজে ব্যবহৃত অ্যান্টি এয়ারক্র্যাফ্ট গান দিয়ে মেরে ফেলা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র জানিয়েছে। এর আগে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হোয়াং মিনকেও এমনই নৃশংস কায়দায় হত্যা করা হয়েছিল।
নিজের পিতার মৃত্যুর পর ২০১১ সালে কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন কিং জং উন। এরপর থেকে আজ অবধি বহু সরকারি কর্মকর্তা ও মন্ত্রীকে হত্যা করেছেন কিম। এমনকি নিজের চাচা জাং সং থেককেও মেরে ফেলতে বুক কাঁপেনি এই স্বেচ্ছাচারী শাসকের।
এর পাশাপাশি নিজের প্রতি ভয়কে জিইয়ে রাখতে আরও দুই সরকারি কর্মকর্তাকেও হত্যা করা হয়েছে কিমের নির্দেশে। কেউ যাতে কিমের বিরুদ্ধে মুখ খুলতে না পারে সেই ভয়কে উসকে দিতেই নতুন করে এই গণহত্যা শুরু করেছেন কিম, এমনটাই বক্তব্য দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের।
২০১১ সালে ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত প্রায় একশ সরকারি কর্মীর প্রাণ গেছে কিম জং উনের রোষের কারণে। এর আগে নিজের ফুফাকে কুকুর লেলিয়ে মেরে ফেলেছিলেন কিম। এছাড়া গত বছর এপ্রিলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হাইওন ইয়োঙ্গ চোলকেও সরকারি অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ার দায়ে মিসাইলের সামনে রেখে একইভাবে উড়িয়ে দেওয়া হয়েছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া
Read More
Unknown

৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি

  Unknown      Wednesday, 31 August 2016     No comments   

৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি


শ্রমিক রক্ষা করে ট্যানারি শিল্প স্থানান্তরের দাবিতে আগামী ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে এই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আগামী রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধবেলা সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে বলে জানানো হয়েছে।
এ সময় বক্তারা বলেন, লক্ষাধিক ট্যানারি শ্রমিক আজ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আমরা ভেবেছিলাম সাভারস্থ আধুনিক চামড়া শিল্প নগরীতে ট্যানারি স্থানান্তরে শ্রম-আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতের মাধ্যমে শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। কিন্তু সেটা করা হচ্ছে না।
শ্রমিকদের চাকরির নিরাপত্তা, ধারাবাহিকতা রক্ষা, প্রত্যয়নপত্র ও ক্ষতিপূরণ প্রদান, শ্রমিকদের আবাসন, মেডিকেল, স্কুল, খেলার মাঠ, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করাসহ বেশ কিছু দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (বিএলএফ) চেয়ারম্যান আব্দুস সালাম খান।
সংবাদ সম্মেলনের সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
Read More
Unknown

শফিক রেহমানকে তিন মাসের জামিন

  Unknown      Wednesday, 31 August 2016     No comments   

শফিক রেহমানকে তিন মাসের জামিন

  • অনলাইন ডেস্ক
  •  
  • লিড নিউজ
আপডেট: ০১:১২:৪০ PM, বুধবার, আগস্ট ৩১, ২০১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগের মামলায় সাংবাদিক শফিক রেহমানকে তিন মাসের জামিন দিয়েছেন আপিল বিভাগ।
গত ৭ জুন শফিক রেহমানের জামিন খারিজ করে দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদন কিছু পর্যবেক্ষণসহ গ্রহণ করে আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ জামিনের এই আদেশ দেন।
এদিন, আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শফিক রেহমানের আইনজীবীরা জানান, ব্রিটিশ ও বাংলাদেশী পাসপোর্ট জমা দেওয়ার শর্তে শফিক রেহমানকে তিন মাস বা পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দিয়েছেন আপিল বিভাগ। তবে শফিক রেহমানের পাসপোর্ট এর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করেছে।
তারা আরও জানান, শফিক রেহমানের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে বাধা নেই।
এর আগে, হাইকোর্ট শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দিলে পরে ওই আদেশের বিরদ্ধে লিভ টু আপিল করলে ১৭ জুলাই নিয়মিত আপিলের অনুমতি পান শফিক রেহমান। সেই আপিল গ্রহণ করে বুধবার আপিল বিভাগ তাকে তিন মাসের জামিন দেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শফিক রেহমানকে দুদফায় ১০ দিনের রিমান্ডে নেয় ডিবি।
Read More

Saturday, 26 December 2015

Mostofa

রাজশাহীতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে আহত ৪

  Mostofa      Saturday, 26 December 2015     অন্যন্য , ভিন্ন স্বাদের খবর      1 comment   
রাজশাহীতে ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরণে ৪
রাজশাহী ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আয়োজনের সময় বেলুনে গ্যাস ভরতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জন আহত হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে রাজশাহীর সারদা ক্যাডেট কলেজের ভেতরে এ ঘটনা ঘটে।
এ সময় ক্যাডেট কলেজের চতুর্থ শ্রেণীর ২ কর্মচারীসহ ৪ জন আহত হয়। আহতরা হলেন, ওহেদুজ্জামান, মঞ্জুর, সেলিম ও রুবেল।
ঘটনার পরপরই আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সবারই শরীরের কিছু কিছু অংশ পুড়েছে। এদের মধ্যে ওহেদুজ্জামানের দগ্ধের পরিমাণটা বেশি।
Read More

Friday, 25 December 2015

Mostofa

সফটওয়্যার যখন আবহাওয়া প্রতিবেদক

  Mostofa      Friday, 25 December 2015     অন্যন্য , বাংলা গল্প , ভিন্ন স্বাদের খবর      No comments   
মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যারচীনের সাংহাইয়ের ড্রাগন টিভি মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি সফটওয়্যারকে আবহাওয়া প্রতিবেদকে দায়িত্ব দিয়েছে। সকালে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে সরাসরি আবহাওয়ার প্রতিবেদন দেখাচ্ছে এই রোবটটি। বার্তা সংস্থা আইএএনএসের একটি খবরে এ তথ্য জানানো হয়েছে।

২২ ডিসেম্বর মঙ্গলবার জিয়াওআইস নামের এই রোবটটি তার প্রথম অনুষ্ঠান সম্প্রচার করে।

সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াওআইস মূলত মাইক্রোসফটের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমান রোবট যা স্মার্ট ক্লাউড ও বিগ ডেটা বিশ্লেষণ করে আবহাওয়ার তথ্য তুলে ধরে। প্রথম দুই দিনের কাজে কৃত্রিম কণ্ঠস্বরের মাধ্যমে আবহাওয়ার খবর শুনিয়ে দর্শককে মুগ্ধ করেছে এ সফটওয়্যারটি।

মাইক্রোসফটের দাবি, জিয়াওআইসে কৃত্রিম বুদ্ধিমান টেক্সট টু স্পিচ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে এটি নিমেষে মন্তব্য করতে পারে।

অনেকে আশঙ্কা করছেন, টিভি উপস্থাপক ও আবহাওয়া প্রতিবেদকদের চাকরি হুমকির মুখে ফেলতে পারে মাইক্রোসফটের এই সফটওয়্যার।
Read More
Mostofa

গল্প: শীত এলেই আসে লোকটা

  Mostofa      Friday, 25 December 2015     অন্যন্য , বাংলা গল্প , ভিন্ন স্বাদের খবর      No comments   
অলংকরণ: তুলিশীত এলেই অরণ্যদের গ্রামে আসে লোকটা। এই বাড়ি ওই বাড়ি ঘোরে। উঠোনে বসে কী যেন ভাবে। ঘরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। বড়রা তাকে দেখলেই তাড়া করে। ছোটরা পিছু নেয়। সেদিন বড়দের তাড়া খেয়ে লোকটা অরণ্যদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে। হাঁটে আর বলে, ‘হোয়াট আ শেইম, শে-ই-ম, শে-ই-ম-ম!’ পেছনে ছোটা দস্যিরাও গলা উঁচিয়ে বলে, ‘শেইম, শেইম, শেইম-ম-ম!’ আস্তে আস্তে দস্যিদের দল বড় হয়। একজন আঙুলের ইশারায় বলে, ‘ওরে ইংরেজি পাগলা যায় রে; ইংরেজি পাগলা যায়!’
লোকটা কথা বলে না। চুপচাপ হাঁটে। একটু পরপর মাথা চুলকায় আর মাথা থেকে খস করে টেনে চুল তুলে ফুঁ দিয়ে তা বাতাসে উড়িয়ে দেয়। তার অনুকরণ করে পেছনে ছোটা দস্যিরাও। মাথার চুল টেনে তোলার অভিনয় করে। সবাই পারে না। দলের দু-একজনের মাথায় চুলই নেই। তারাও চুল টেনে বাতাসে উড়িয়ে দেওয়ার অভিনয় করে। এই করতে গিয়ে অনেকটা পিছিয়ে পড়ে। একটু দৌড়ে ফের লোকটার কাছাকাছি যায়। হাঁটায় তাল মেলায়। একসময় তারা গ্রামের শেষ মাথায় চলে যায়। সামনে নদী। লোকটা ঘটঘট করে নদীতে নেমে পড়ে। হাঁটুপানি মাড়িয়ে বুকপানিতে গিয়ে ডুব দেয়। একের পর এক ডুবাতে থাকে। আর বলে, ‘হো-য়া-ট-ট-ট আ হ-টটট!’ ছোটরা নদীর পাড়ে দাঁড়িয়ে চোখ বড় করে লোকটার কাণ্ড দেখে। সবার গায়ে গরম জামা; তবু শীতের দাপটে তাদের কাঁপাকাঁপি অবস্থা। অথচ লোকটার গরম লাগে।
কেউ কেউ আঙুলের করে ডুবের হিসাব রাখে। লোকটা বিরতিহীন ডুব দেয়। গুনতে গিয়ে হিসাবে গরমিল হয়ে যায়।
একসময় লোকটা পানি ছেড়ে ওপরে উঠে। সূর্যের দিকে তাকিয়ে থাকে।
ছোটরা বলে, ‘কী করছ ইংরেজি মিয়া?’ লোকটা কথা বলে না। অরণ্য বলে, ‘হোয়াট আর ইউ ডুইং ইংলিশ ম্যান?’ লোকটা সূর্যের দিকে তাকিয়েই জবাব দেয়, ‘আই ইট সানশাইন।’ ছোটরাও তার অনুকরণে সূর্যের দিকে তাকিয়ে হাঁ করে রোদ খেতে চায়। কিন্তু পারে না। লোকটা কিছুক্ষণ সানশাইন খেয়ে ফের গ্রামের পথ ধরে। পেছনে দস্যিরাও। হঠাৎ সে পেছনে ফিরে বলে, ‘মে আই হ্যাভ সাম ফুড?’
দস্যিরা একে অন্যের দিকে তাকায়। কী খাবার দেওয়া যায় লোকটাকে! অরণ্যদের গ্রামে শীতে ভালো সবজি হয়। তাই তারা সবজির কথা ভাবে। বলে, ‘ডু ইউ লাইক ভেজ?’ লোকটা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সবাই হামলে পড়ে সবজিখেতে। যে যার মতো করে যা পারে, তা এনে লোকটার সামনে হাজির করে। লোকটা বলে, ‘ড্রিংক?’
ছোটরা ভাবে, সাধারণ পানিতে তো এ লোকের চলবে না। কারণ, সে তো এতক্ষণ পানিতেই ছিল। ‘ওকে, ফলো মি।’ বলে অরণ্য হাঁটা ধরে। তার পেছনে সবাই। ছোটদের কারও মুখে কথা নেই। সবাই অবাক হয়ে লোকটার হাঁটা দেখে। একে অন্যকে ঠেলে লোকটার কাছে ঘেঁষতে চেষ্টা করে। মুখ বাড়িয়ে তাকে দেখতে চায়। লোকটা কারও দিকে তাকায় না। থ্রি-কোয়ার্টার প্যান্ট পরে খালি পা আর উদোম গায়ে হাঁটতেই থাকে। সামনে অরণ্য আর পেছনে দস্যি ছেলের দল।
বাড়ির বউ-ঝিয়েরা ছোটদের ডাকতে রাস্তায় চলে আসে। কিন্তু সেদিকে মন নেই দস্যিদের। অরণ্যের পিছু হেঁটে তারা গিয়ে ওঠে পুরোনো একটা জনশূন্য বাড়িতে।
সেই বাড়ির চারপাশ খেজুরগাছে ঘেরা। বিকেলে গাছি এসে তাতে কলসি বসায়। রাতে রস জমে কলসিতে। সকালের দিকে রস পড়া কমে আসে। তাই কলসি খুলে নিয়ে যায় গাছি। তবু জিরিয়ে এক-দু ফোঁটা করে রস পড়ে। ছোটরা গাছের নিচে দাঁড়িয়ে হাঁ করে জিব বের করে রাখে। মৌমাছি এসে ভাগ বসায় সেই রসে। অরণ্য একটা খেজুরগাছের নিচে হাঁ করে জিব বের করে লোকটাকে দেখিয়ে বলে, ‘প্লিজ, ট্রাই ইট।’ লোকটাও অরণ্যের মতো গাছের নিচে দাঁড়িয়ে হাঁ করে জিব বের করে রাখে। একসময় তার জিবে টুক করে এক ফোঁটা রস পড়ে। সে গিলে আর বলে, ‘হোয়াট আ নাইস ড্রিংক!’
দস্যি বাহিনী এবার একটা তৃপ্তির নিশ্বাস নেয়। লোকটা এক ফোঁটা রস খেয়েই ‘নাউ আই নিড টু গো’ বলে নদীর দিকে হাঁটা ধরে। ছোটরা এবার আর তার পিছু নেয় না। একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করে। কেউ কিছু বলে না। লোকটা হাঁটতে থাকে। একসময় হাওয়ায় মিলে যায়!
পরদিন আবারও গ্রামে দেখা যায় লোকটাকে। কারও তাড়া খেয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটে। ছোটরা আর লোকটার পিছু নেয় না। তারা বড়দের কাছে জানতে পারে, একসময় এই গ্রামেই ছিল তার বাড়ি। বংশটাও ছিল ভালো। কোনো এক শীতে নদীতে গিয়ে আর ফেরেনি তার ছোট্ট মেয়েটা। অনেক খুঁজেও তাকে পাওয়া যায় না। সেদিনই লোকটা বাড়ি ছাড়ে। মেয়ের খোঁজে নদীর পাড় ধরে হাঁটে। গ্রামে গ্রামে ঘুরে। মাঝখানে কয়েক বছর বিদেশে কাটিয়ে দেশে ফেরে। তত দিনে নদীভাঙনে পড়ে তার বাড়িটাও হারিয়ে যায়। বাড়ির লোকেরা চলে যায় শহরে। লোকটাকেও সেখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু শীত এলে সে আর শহরে থাকতে পারে না। মেয়ের খোঁজে গ্রামে আসে। খালি গায়ে বাড়ি বাড়ি হাঁটে। নদীতে ডুব দিয়ে মেয়েকে খোঁজে। খুঁজতেই থাকে!
Read More
Mostofa

গ্রেনেডের উপকরণ আসছে দেশের বাইরে থেকে

  Mostofa      Friday, 25 December 2015     ভিন্ন স্বাদের খবর      No comments   
নিষ্ক্রিয় করার পরে একটি গ্রেনেডের খোল দেখাচ্ছেন এক কর্মকর্তা। ছবি: প্রথম আলোনিষ্ক্রিয় করার পরে একটি গ্রেনেডের খোল দেখাচ্ছেন এক কর্মকর্তা। ছবি: প্রথম আলোপাইপ কেটে ঘরে বসেই জঙ্গিরা তৈরি করছিল হাতে তৈরি গ্রেনেড। মোটা দাগে গ্রেনেডের মূল পাঁচটি অংশ বা উপকরণ। এর তিনটিই এ দেশে পাওয়া যায় না। দেশের বাইরে থেকে এসব উপাদান জঙ্গিরা সংগ্রহ করছে বলে পুলিশের বোমা বিশেষজ্ঞরা প্রথম আলোকে জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১ এর এ ব্লকের নয় নম্বর সড়কের একটি ছয়তলা বাড়িতে দীর্ঘ ১৪ ঘণ্টা অভিযান চালিয়ে সেখান থেকে ছয়জনসহ মোট সাতজনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওই বাড়ি থেকে ১৬টি হাতে তৈরি গ্রেনেড ও দুটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। বাড়িটি থেকে প্রচুর হাতে তৈরি গ্রেনেডের উপকরণ উদ্ধার করা হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, পানির ধাতব (জিআই) পাইপের খোল কেটে মূলত গ্রেনেডের খোল বা বডি তৈরি করছিল। এর ভেতরে বিস্ফোরক ঢুকিয়ে আনুষঙ্গিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ভরে তৈরি হচ্ছিল গ্রেনেড। ওই বাড়িতে যে পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম মজুত করা হয়েছে তা দিয়ে অন্তত দুশোটি গ্রেনেড তৈরি সম্ভব।
কয়েকজন উর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা জানান, মোটা দাগে গ্রেনেডের পাঁচটি অংশ। এগুলো হলো খোল, বিস্ফোরক, সার্কিট, প্রেশার রিলিজ সুইচ ও পিন। স্থানীয় বাজার থেকে সংগৃহীত পাইপ কেটে খোল তৈরি হয়। কয়েক ধরনের বিস্ফোরকও খোলা বাজারেও পাওয়া যায়। তবে এদের ব্যবহৃত বিস্ফোরকগুলো দেশের বাইরেও থেকে আনা বলে মনে হচ্ছে। তবে ব্যবহৃত সার্কিট ও প্রেশার রিলিজ সুইচগুলোও এ দেশে পাওয়া যায় না। সুইচ খোলার পিন এখন জঙ্গিরা নিজেরাই বানাচ্ছে বলে কর্মকর্তারা জানান। পুরান ঢাকার হোসেনি দালানে হামলায় ব্যবহৃত গ্রেনেডগুলোর পিন স্থানীয়ভাবেই ঝালাই করে তৈরি করা হয়েছে। কর্মকর্তারা বলেন, এর আগে একই রকম গ্রেনেড উদ্ধারের পরে জঙ্গিরা জানিয়েছিল নিজেদের জঙ্গি নেটওয়ার্কে পাশের একটি দেশ থেকে তারা এসব সার্কিট ও প্রেশার রিলিজ সুইচ সংগ্রহ করছেন। আগে বিভিন্ন সময় উদ্ধার করা গ্রেনেডেও একই ধরনের সার্কিট ও প্রেশার রিলিজ সুইচ ব্যবহার করা হয়েছে।
কর্মকর্তারা জানান, গতকাল মিরপুর থেকে উদ্ধার করা প্রতিটি গ্রেনেডে একটি করে নম্বর বসানো ছিল। এসব গ্রেনেড দিয়ে জঙ্গিরা রাজধানী ও এর আশপাশে গির্জায় ও মাজারে হামলার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের আরও জিজ্ঞাসাবাদ করলে সবকিছু জানা যাবে।
এই ঘটনায় আজ রাজধানীর শাহ আলী থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৩৬।
Read More
Mostofa

বাগমারায় মসজিদে বোমা বিস্ফোরণ, বহনকারী নিহত

  Mostofa      Friday, 25 December 2015     ভিন্ন স্বাদের খবর      No comments   

রাজশাহীর বাগমারা উপজেলার একটি মসজিদে বোমা বিস্ফোরণে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন মুসল্লি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে।

পুলিশ মসজিদটি ঘিরে রেখেছে। ওই মসজিদে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন নামাজ পড়েন বলে জানা গেছে।
মসজিদের কয়েকজন মুসল্লির ভাষ্য, বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল সৈয়দপুর বকপাড়া আহমদিয়া জামে মসজিদে দুপুর দেড়টার দিকে জুমার নামাজ শুরু হয়। প্রথম রাকাতের নামাজ শেষ হওয়ার পরই এক যুবক তাঁর কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণে ওই যুবকেরই মৃত্যু হয়। এ সময় বোমার আঘাতে বেশ কয়েকজন মুসল্লি আহত হন।
অজ্ঞাত ওই যুবকের লাশ এখন ঘটনাস্থলে রয়েছে। আহত মুসল্লিদের উদ্ধার করে রাজশাহী, বাগমারা ও মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, বোমা বিস্ফোরণ ঘটানো ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
মতিয়ার রহমান বলেন, এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশের স্বতন্ত্র বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বেলা দুইটার পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের ভেতর ছোপ ছোপ রক্ত। মসজিদের ভেতরে অজ্ঞাত হামলাকারীর লাশ পড়ে আছে। সেখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। বোমা বিস্ফোরণকারী যুবকের পরিচয় পাওয়া যায়নি। ওই যুবকের গায়ে কালো রঙের জ্যাকেট রয়েছে।
স্থানীয় লোকজন জানান, ২০০০ সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। আহমদিয়া সম্প্রদায়ের লোকজন এই মসজিদে নামাজ আদায় করে আসছেন।

Read More
Mostofa

আপনার ওয়েবসাইটের জন্য চমৎকার ইমেইল সাসক্রাইব উইগেট

  Mostofa      Friday, 25 December 2015     উইন্ডোজ , ওয়ায়ার্ডপ্রেস , কম্পিউটার , গুগল , টিপস-ট্রিকস , প্রযুক্তি কথন , সফটওয়ার      No comments   
হাই বন্ধুরা সবাই কেমন আছেন?? আশাকরি সকলেই অনেক ভাল আছেন। গত কয়েক দিন যাবৎ ব্যাস্ত থাকার কারনে আপনাদের মাঝে থাকতে পারি নাই। তাই আজ এই মেগা টিউন নিয়ে হাজির হলাম। এরই মাঝে জানিয়ে রাখি আপনাদের সবার প্রিয় শাহরিয়ার মুস্তফা ব্লগ এখন  শাহরিয়ার মুস্তফা.কমে স্থানান্তরিত হয়েছে এখন থেকে শাহরিয়ার মুস্তফা ব্লগের যে কোন পোস্ট দেখতে পারবেন এই ওয়েবসাইটে অথবা আপনি চাইলে আপনি নিজেও পোস্ট করতে পারবেন। যাই হোক কাজের কথা আসি।



আমাদের ৮৫ ভাগ লোকের নিজষ্ব ওয়েবসাইট আছে। যাদের ওয়েবসাইট আছে তারা বোঝেন একটা ওয়েবসাইটরে জন্য ইমেইল সাসক্রাইব বক্সের গুরুত্ব কত। আপনাদের এই কথা গুলো চিন্তা করে শাহরিয়ার মুস্তফা ব্লগ নিয়ে এলো চমৎকার একটি ইমেইল সাসক্রাইব বক্স ।




আপনার ওয়েবসাইটে ইমেইল সাসক্রাইব বক্স লাগানোর জন্য প্রথমেই আপনার একটি Feedburner একাউন্ট থাকতে হবে । Feedburner একাউন্ট করতে এখানে ক্লিক করুন ।



আপনার ওয়েবসাইটে এই ডিজাইনের ইমেইল সাসক্রাইব বক্স লাগাতে চাইলে আপনার 



ওয়েবসাইটের ড্যাসবোডে গিয়ে > Template > Edit HTML
তারপর Ctrl+F চেপে এই কোডটি খুজে বের করুন ]]></b:skin> এই কোডটির উপরে নিচের কোড গুলো বসান ।

.newsletter-sm {background:#fff;width: 100%;height: 253px;margin: 0; padding: 20px;}.newsletter-sm form {padding: 10px;margin-top: -37px;}.newsletter-sm h3 {color: #FFF;font-family: algerian;font-size: 24px;font-weight: normal;text-align: center;padding: 10px;text-shadow: 2px 2px 2px #000;margin-top: -18px;box-shadow: 0px 0px 5px 2px #000;margin-right: -20px;position: static;margin-left: -20px;margin-bottom: 10px;background: #009EFF;}.text {  font-size: 14px;  color: #FFF;  margin-left: -20px;  padding-bottom: 28px;  margin-right: -20px;  background: #009EFF;  font-family: cursive;  line-height: 20px;}.newsletter-sm .fa {  float: left;  padding-left: 16px;  padding-right: 16px;  padding-bottom: 16px;  padding-top: 7px;  font-size: 140px;}.newsletter-sm .newsletter-input-sm {border: 0;  padding: 5px 10px;  width: 69%;  float: left;  height: 40px;  font-family: oswald;  color: #555;border-radius: 3px; -webkit-border-radius: 3px; -moz-border-radius: 3px;}.newsletter-sm .newsletter-sm-bot{  background: #009EFF url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDlWcIWMXjpnVy9ywa-mruZH6VT9GznwtFbHT_Pcf8EaYVjtN6szxRsa1ueADOkgor2fUeGVDAyW1zrIOroj7xTIe9yuGwFhuhIUexDATLyHhO0Mb47xie7WvUIEknaUrYqWNJLxdylYU/s1600/bg.png) no-repeat;  margin: 27px -30px 0px;  height: 64px;  padding-left: 16px;  padding-top: 16px;}.newsletter-sm .newsletter-button-sm {   float: right;  height: 50px;width:23%  display: inline-block;  text-shadow: 2px 2px 1px #000;  font-size: 16px;  font-family: oswald;  padding: 10px 22px;  position: relative;  color: #fff;  text-align: center;  margin-right: 16px;  background: #009EFF;  border: 1px solid #fff;  cursor: pointer;   border-radius: 3px; -webkit-border-radius: 3px; -moz-border-radius: 3px;}.modalDialog {position: fixed;font-family: Arial, Helvetica, sans-serif;top: 0;right: 0;bottom: 0;left: 0;background: rgba(0,0,0,0.6);z-index: 99999;opacity:0;-webkit-transition: opacity 200ms ease-in;-moz-transition: opacity 200ms ease-in;transition: opacity 200ms ease-in;pointer-events: none;}.modalDialog:target {opacity:1;pointer-events: auto;}.modalDialog:target > div {margin: 8% auto;}.modalDialog > div {-webkit-transition: all 100ms ease-in;-moz-transition: all 100ms ease-in;transition: all 100ms ease-in;width: 500px;position: relative;margin: 5% auto;background: #fff;min-height: 200px;}h2.signup {background:#00aa9f;border-bottom: 1px solid #008d84;font-weight: normal;text-align:center;padding: 10px;color:#fff;font-size: 18px;}.close {color: #888!important;position: absolute;top: 1px;right: -40px;width: 30px;height: 30px;line-height: 30px;text-align: center;font-size: 16px;}.close:hover { text-decoration:none; }.close:hover { color:#555; }


তারপর ”</body> “ লিখে সার্চ করুন এবং নিচের কোড গুলো </body> এর নিচে বসান ।


<div class="modalDialog" id="signup"><div><a class="close" href="#close" title="Close"><i class="fa fa-times"></i></a><div class="signup-container"><div class="newsletter-sm"> <h3>Subscribe to Newsletter</h3><div class="text"><i class="fa fa-envelope"></i><br><div class="texts">Subscribe us to get all our juicy article fastly. You know how and where? Directly on your inbox! Just enter your nice and good looking email id below and click on subscribe button! After that, verify it through the verification email and start learning more!</div></div><form action="http://feedburner.google.com/fb/a/mailverify" method="post" onsubmit="window.open('http://feedburner.google.com/fb/a/mailverify?uri= ShahoreyarMostofa.Com, 'popupwindow', 'scrollbars=yes,width=550,height=520');return true" target="popupwindow"><div class="newsletter-sm-bot"><input class="newsletter-input-sm" name="email" placeholder="Enter Your Email" type="text"><button class="newsletter-button-sm" type="submit">Subscribe</button></div><input name="uri" type="hidden" value="ShahoreyarMostofa.Com"></form></div></div></div></div>



উপরের ShahoreyarMostofa.Com এই কোডটার জায়গা আপনার ফিডবার্নার ইউজার নেম বসান । এবং আপনি চাইলে Subscribe us to get all our juicy article fastly. You know how and where? Directly on your inbox! Just enter your nice and good looking email id below and click on subscribe button! After that, verify it through the verification email and start learning more এই লেখাটি পরিবর্তন করে আপনার পছন্দ মত কথা বসিয়ে দিতে পারবেন । ব্যাস কাজ শেষ এবার সেভ করুন এবয় আপনার সাইটটা ভিজিট করে দেখুন কাজ সফল হয়েছে কি না । 

যেকোন সমস্যায় ফেসবুকে আমি এখানে ।
Read More
Older Posts → Home

Blog Archive

  • ▼  2016 (5)
    • ▼  August (5)
      • যানজট নিয়ন্ত্রণে থাকবে ১ হাজার রোভার স্কাউট’ ...
      • সুচির উদ্যোগে বিদ্রোহীদের সাথে আলোচনায় মায়ানমার
      • মিটিংয়ে ঘুমানোই কর্মকর্তাকে খুন!
      • ৪ সেপ্টেম্বর ট্যানারি শ্রমিকদের কর্মবিরতি
      • শফিক রেহমানকে তিন মাসের জামিন
  • ►  2015 (154)
    • ►  December (16)
    • ►  November (127)
    • ►  October (11)
  • ►  2014 (1)
    • ►  November (1)

Popular Posts

  • গোপাল ভাড়ের মজার গল্প
    গ্রাম বাংলার গল্পে, কিচ্ছা কাহিনীতে গোপাল ভাঁড়ের গল্প প্রায়শই শোনা যায়। আমি নিজেও গোপাল ভাঁড়ের গল্প শুনেই বড় হয়েছি। পাঠকদের জন্য গোপাল...
  • কীভাবে হবেন ফেসবুক সেলিব্রেটি? টিপস এবং দুই নম্বরী উপায় সমগ্র
    ফেসবুক সেলিব্রেটি এখন সময়ের আলোচিত বিষয়। সেদিন একটা স্ট্যাটাসে জিজ্ঞেস করেছিলাম আমরা বাঙালী জাতি তো খালি ভাগই হই। কে জানি বলেছিল বাঙালী ...
  • বাংলাই ব্লগার ব্লগ শিখার জন্য চমৎকার বই ডাউনলোড করে নিন
    আসসালামু আলাইকুম বন্ধুরা , আশাকরি সবাই ভাল সুস্থ আছেন। যাই হোক আমি বেশি কিছু দিন থেকেই অনেক পরিশ্রম করে একটি ইবুক লিখাম এবং সেটাই আজক...
  • যারা ফেসবুক পেজ ব্যবহার করেন তাদের জন্য পেজ ম্যানেজার অ্যাপস
    আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের কে একটি নতুন অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। ফেসবুকের কোনো পেজের অ্যাডমিন মানেই সব সময় সেই পে...
  • কম্পিউটার ও স্মাটফোনের প্রয়োজনীয় ফাইলগুলো রক্ষা করুন
    আসসালামুআলাইকুম। প্রিয় টেকপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পিসির ও স্মাটফোনের ডাটা সুরক্ষার কিছু প...
  • Radio Today
    Radio Today FM 89.6 the first and no. 1 private radio, first went on air in May 2006 in Dhaka. From 15th Oct 2006 it expanded coverage to ...
  • লেখাপড়া : লেখাপড়া ধ্বংশ করল আসলে কে?
    1. Firoz Ahmed: “শুধু লোভ! বিজ্ঞানীদের এই কারণেই সমাজবিজ্ঞান সম্পর্কেও কিছু ধারণা থাকা দরকার। লোভেরও ব্যকরণ আছে, নিয়ম-কানুনের উর্ধে সে...
  • (বাংলা গল্প) বকুল
    বকুল আমার লেখা প্রথম গল্প । আশা করি গল্পটা সবার ভাল লাগবে ।  ধন্যবাদ । বকুল     Shahoreyar Mostofa শ্রেয়া রোজ স্কুলে যাওয়ার ...
  • বাংলা , হিন্দি ও ইংলিশ গান ডাউনলোড করার ৩০ টি ওয়েব সাইট
    আজ আমি আপনাদের ওয়েব সাইট এর লিঙ্ক দেব , যা থেকে সম্পুন ফ্রী তে আপনার পছন্দের গান ডাউনলোড করতে পারবেন। নিম্নে  ফ্রীতে বাংলা , হিন্দি ও ইং...
  • হার না মানা শিক্ষার্থী, ৭৮ বছরে এমএ
    ভবিষ্যতে ইংরেিজতে পিএইচডি করতে চান মনমোহন বর্মণ। রংপুরের            কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তোলা ছবি l লালমনিরহাটের হাতীবান্ধা উ...

Labels

  • Online Radio
  • অন্যন্য
  • অফার
  • ই-বুক
  • ইসলাম শিক্ষা
  • উইন্ডোজ
  • এন্ডয়েড
  • ওয়ায়ার্ডপ্রেস
  • কম্পিউটার
  • খেলাধুলা
  • গুগল
  • গ্রাফিক্স ডিজাইন
  • জোকস
  • টিপস-ট্রিকস
  • ডাউনলোড
  • প্রযুক্তি কথন
  • প্রোগ্রামিং
  • ফেসবুক
  • ফ্রিল্যান্সার
  • বাংলা কবিতা
  • বাংলা গল্প
  • বিনেদন
  • ব্লগার
  • ভিন্ন স্বাদের খবর
  • লেখাপড়া
  • সফটওয়ার
  • সাস্থ কথা

Facebook Fan

Powered by: Blogger
About Us | Contact Us | Privacy | Sitemap | Terms Condition | Others
Copyright © Shahoreyar Mostofa All Rights Reserved |