২২ ডিসেম্বর মঙ্গলবার জিয়াওআইস নামের এই রোবটটি তার প্রথম অনুষ্ঠান সম্প্রচার করে।
সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াওআইস মূলত মাইক্রোসফটের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমান রোবট যা স্মার্ট ক্লাউড ও বিগ ডেটা বিশ্লেষণ করে আবহাওয়ার তথ্য তুলে ধরে। প্রথম দুই দিনের কাজে কৃত্রিম কণ্ঠস্বরের মাধ্যমে আবহাওয়ার খবর শুনিয়ে দর্শককে মুগ্ধ করেছে এ সফটওয়্যারটি।
মাইক্রোসফটের দাবি, জিয়াওআইসে কৃত্রিম বুদ্ধিমান টেক্সট টু স্পিচ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে এটি নিমেষে মন্তব্য করতে পারে।
অনেকে আশঙ্কা করছেন, টিভি উপস্থাপক ও আবহাওয়া প্রতিবেদকদের চাকরি হুমকির মুখে ফেলতে পারে মাইক্রোসফটের এই সফটওয়্যার।
0 comments:
Post a Comment