↓
আপনি যদি একজন উবুন্টু ব্যবহারকারী
হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাকে
মাঝে মধ্যে নওটিলাস (উবুন্টুর ডিফল্ট
ফাইল ম্যানেজার) রুট পারমিশন সহই
ওপেন করতে হয়? এজন্যে সবচাইতে সহজ
পন্থা হচ্ছে কমান্ড লাইনের সাহায্যে
ওপেন করা তবে এই প্রসেসটিও
বিরক্তির কারণ হতে পারে যদি
আপনাকে বার বার এই কাজটি করতে
হয়। তবে এই কাজটিই কিন্তু আপনি সহজে
করতে পারবেন যদি আপনি আপনার
রাইট-ক্লিক কনটেক্সট মেনুতে "Open as
Root" সুবিধাটি যুক্ত করেন।
এই কাজটি করার সবথেকে সহজ পদ্ধতি
হচ্ছে 'Open as Administrator' স্ক্রিপটটি
ইনস্টল করা যা নতুন ব্যবহারকারীদের
জন্য জনপ্রিয় একটি লিনাক্সের
ওয়েবসাইট নুবসল্যাব প্রকাশ করেছিল।
এটি ইন্সটল করার জন্য প্রথমে
টার্মিনালটি খুলুন (কীবোর্ডের
শর্টকাট ব্যবহার করতে চাইলে Ctrl+Alt+T
চাপুন) এবং এরপর নিচের কোডটি পেস্ট
করে এন্টার চাপুন। এর ফলে পিপিএ
রিপোসিটরিটি আপনার সিস্টেমে
যুক্ত হয়ে যাবে।
sudo add-apt-repository ppa:noobslab/apps
“
এরপর, আপনার লিস্টে থাকা
অ্যাভেইলেবল প্যাকেজগুলো আপডেট
করতে নিচের কোডটি লিখে এন্টার
চাপুন।
sudo apt-get update
“
এবার মূল স্ক্রিপটটি ইন্সটল করার জন্য
নিওচের কোডটি লিখে এন্টার চাপুন -
sudo apt-get install open-as-administrator
“
ব্যাস! এখন আপনাকে শুধুমাত্র নওটিলাস
ফাইল ম্যানেজারটিকে রিলঞ্চ করতে
হবে। পরবর্তি সময়ে আপনি যখন কনটেক্সট
মেন্যুটি ওপেন করবেন তখন আপনি
সেখানে Scripts নামের একটি সাবমেনু
দেখতে পাবেন যার মধ্যে Open_as_
Administrator অপশনটি থাকবে।
নোট - এই পদ্ধতিটি উবুন্টু ১২.০৪ থেকে
১৫.১০ এবং লিনাক্স মিন্ট ১৩ এবং
১৭তে পরীক্ষা করে দেখা হয়েছে। এই
ভার্সনগুলোতে কোন রকম সমস্যা ছাড়াই
স্ক্রিপটটি কাজ করে।
0 comments:
Post a Comment