↓
অ্যান্ড্রয়েড ও ক্রোম অপারেটিং
সিস্টেমকে (ওএস) একসঙ্গে করে
ফেলছে গুগল। বর্তমানে বিশ্বের
সবচেয়ে জনপ্রিয় অপারেটিং
সিস্টেম অ্যান্ড্রয়েড। ১৪০ কোটি
সক্রিয় ব্যবহারকারী অ্যান্ড্রয়েড
ব্যবহার করেন। ২০০৯ সালে ক্রোম ওএস
তৈরি করে গুগল।
ওয়াল স্ট্রিট জার্নালের এক
প্রতিবেদনে বলা হয়েছে, পিসির জন্য
ব্যবহৃত গুগল ক্রোমকে অ্যান্ড্রয়েড
মোবাইল অপারেটিং সিস্টেমের
সঙ্গে যুক্ত করে দিচ্ছে গুগল। গুগলের
ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট
জার্নাল জানিয়েছে ২০১৬ সালে
যৌথ অপারেটিং সিস্টেমটির
প্রিভিউ সংস্করণ এবং ২০১৭ সালে
চূড়ান্ত সংস্করণ ছাড়ার লক্ষ্যে কাজ
করছে প্রতিষ্ঠানটি।
গুগলের ওই সূত্র জানিয়েছে, গুগলের
ক্রোমবুকগুলো নতুন একটি কিন্তু অজানা
নাম পেতে যাচ্ছে। তবে গুগল তাদের
ক্রোম নামটি তাদের ইন্টারনেট
ব্রাউজারের জন্য রেখে দিতে চায়।
ক্রোম ব্রাউজারটি মোবাইল ও
পিসিতে ব্যবহার করা যায়। তবে
অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে
ক্রোম ওএস ও অ্যান্ড্রয়েডকে একসঙ্গে
করে অ্যান্ড্রয়েড নামের অধীনেই
রাখা হতে পারে। এতে অ্যান্ড্রয়েড
অপারেটিং সিস্টেমটি পিসিতেও
সহজে ব্যবহার করা যাবে এবং গুগল প্লে
স্টোরের অ্যাপ ব্যবহার করার সুবিধা
থাকবে।
বর্তমানে বিশ্বের অপারেটিং
সিস্টেমের বাজারের ৮০ শতাংশের
বেশি অ্যান্ড্রয়েডের দখলে। ২০০৭
সালে অ্যান্ডি রুবিনের হাত ধরে জন্ম
হয় অ্যান্ড্রয়েড ওএসের। ২০০৭ সালে গুগল
মোবাইল সফটওয়্যার স্টার্টআপটি কিনে
নেয়। ২০০৯ সালে গুগল কর্তৃপক্ষ গুগল ওএস
তৈরি করে। গুগলের বর্তমান প্রধান
নির্বাহী সুন্দর পিচাই এ ক্ষেত্রে
ভূমিকা রাখেন।
0 comments:
Post a Comment