বাংলাদেশের আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছে বিশ্বের প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক । ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালযয়ের চিঠি পাঠানোর পরদিনই ই-মেইলের মাধ্যমে উত্তর পাঠিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ । জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছেন তাঁরা ।
আজ মঙ্গলবার ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর (ভারত, দক্ষিণ ও মধ্য এশিয়া) আঁখি দাশ ই-মেইলের মাধ্যমে বাংলাদেশের প্রতিমন্ত্রীর চিঠির জবাব দিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ।
সূত্রটি জানায়, ই-মেইলে পাঠানো জবাবে আগামী ৬ জানুয়ারি বাংলাদেশে এসে এ আলোচনায় বসার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ফেসবুক কতৃপক্ষ। কিন্তু ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় চাইছে, ডিসেম্বরের মধ্যেই বৈঠকের তারিখটি নির্ধারণ করতে । আগামীকাল বুধবার এ বিষয়ে আরেকটি চিঠি পাঠাবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ।
সূত্রটি আরও জানায়, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দিয়ে পাঠানো চিঠিতে যেসব বিষয় উল্লেখ করা হয়েছিল সব গুলো বিষয়েই আলোচনা করতে সম্মতি জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ ।
ভবিষ্যতে বাংলাদেশের সাইবার নিরাপত্তার কথা মাথায় রেখে ফেসবুকের মাধ্যমে নারীর প্রতি হয়রানি, ধর্মীয় উসকানি, রাজনৈতিক অস্থিরতার মতো বিষয়গুলো ঠেকাতে ফেসবুকের সঙ্গে চুক্তি করার লক্ষ্যে বিশদ আলোচনার প্রস্তাব দিয়ে গতকাল সোমবার ফেসবুকের এশিয়া-প্যাসিফিক কার্যালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে চিঠি পাঠানো হয় । এতে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকের নানা ধরনের অপব্যবহারসহ নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয় ।
0 comments:
Post a Comment