১৯৭১ সালে দীর্ঘ নয় মাস যুদ্ধে লাখো মানুষ নিজের প্রান হারিয়ে লাখো মা বোন তাদের ইজ্জত হারিয়ে যে সোনার বাংলাদেশটি আমাদের দিয়েছিল
আমরা কি বাংলাদেশের স্বাধীনতার মর্যদা দিতে পারছি ???
আমরা কি সেই শহীদদের সন্মান করতে পারছি ???
আমরা কি ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ই ডেসিম্বর ছাড়া তাদের স্বরণ করি ?? তাদের কি জন্য এই তিন দিন ছাড়া দোয়া করি ??
সব প্রশ্নের একটাই উত্তর না না না । আমরা পারছি না ।
ভাবছেন আমরা তো প্রতি বছর খুব ধুম ধাম করে এই তিন দিন পালন করি তাহলে সন্মান দিলাম না কোথায় ।
একবার নিজের চোখটা খুলে ভাল করে দেখেন
গত ১৩ ডিসেম্বর থেকে নানা স্থানে চলছে বিজয় মেলা । মেলাতে চলছে রমরমা যাত্রা, জুয়া সহ নানা অসাধু কাজ । আমরা কি এসবের মাধ্যমেই শহীদদের সন্মান জানাচ্ছি ......................
আজ ১৫ ডিসেম্বর রাত ৮টা থেকে শুরু হয়েছে গান বাজনা । মনে করছেন যেহেতু বিজয়ের মাস সেহেতু দেশাত্ববোধক গান হবে কিন্তু কিছু স্থান ছাড়া কোথাও চলছেনা দেশাত্ববোধক গান । চলছে সানি লিওনি, পিট বুল সহ নানা হিন্দি ও ইংলিশ গান ।
যাক গানের কথা বাদই দিলাম শহীদ মিনারের কথায় আসি সারা বছর শহীদ মিনারে প্রেমিক প্রেমিকারা আড্ডা দেয় আর বছরের এই তিন দিনের জন্য সেগুলো পরিষ্কার করা হয় । আমরা যদি শহীদদের সন্মান দিতাম তাহলে সারা বছর শহীদ মিনার পরিষ্কার রাখতাম ।
আর এক দল লোকের কথা বাকিই থাকল । সারা বছর দেশের চিন্তা নেই দেশে কি হচ্ছে খোজ খবর নেয়া নেই ফেসবুকের প্রপাইল পিক বা কভার ফটোতে বাংলাদেশের পতাকা দেয়া নিয়ে ব্যস্ত হয়ে পরে । আর ঐ তিন দিন গুলোতে সবার আগে ঘুম থেকে উঠেই চলে যায় ফুল দিতে ............
আরে ভাই ফুল দিলেই কি শহীদদের আত্মা শান্তি পাবে ........................
তহলে এখন আপনিই বলুন
আমরা কি বাংলাদেশের স্বধীনতার মর্যদা দিতে পারছি ???
আমরা কি সেই শহীদদের সন্মান করতে পারছি ???
আমরা কি ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ই ডেসিম্বর ছাড়া তাদের স্বরণ করি ?? তাদের কি জন্য এই তিন দিন ছাড়া দোয়া করি ??
সবার মন্তব্য আশা করি ।
0 comments:
Post a Comment