ম্যাক্সিমাসের তৈরি আইএক্স কেইন নামের একটি মোবাইল স্মার্টফোন রয়েছে, যা তৈরিতে ব্যবহার করা হয়েছে বাঁশের বিশেষ উপাদান। কোয়ারটেল ইনফোটেক লিমিটেডের মালিকানাধীন ম্যাক্সিমাস মোবাইল বাংলাদেশের বাজারে এই ফোনটি বিক্রি করছে। ম্যাক্সিমাস কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোনটির কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে জাপানের বিশেষ ধরনের বাঁশের উপাদান।
আইএক্স কেইনের স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল অ্যাডভান্সড এইচডি ক্যামেরা। সনি ইএক্সএমওআর সেন্সর সুবিধার এই ক্যামেরায় তোলা ছবির মান তুলনামূলকভাবে অনেক উন্নত। স্মার্টফোনটির সামনে রয়েছে দুই মেগাপিক্সেলের ক্যামেরা। স্বল্প আলোতে ভালো ছবি তোলার সুবিধার জন্য স্মার্টফোনটিতে রয়েছে পাঁচটি মাল্টিলেয়ার কোটিং লেন্স, যার অ্যাপারচার এফ ২.৪।
ম্যাক্সিমাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের বাজারে উন্নত স্মার্টফোন বিক্রির পরিকল্পনা নিয়ে কাজ করছে তারা। আইএক্স কেইন স্মার্টফোনটিতে এক দশমিক ৩৬ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, মিডিয়াটেকের এমটিকে ৬৫৮২ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাঁচ ইঞ্চি মাপের আইএক্স কেইন স্মার্টফোনটির ডিসপ্লে রেজুলেশন ১২৮০ বাই ৭২০ পিক্সেল। ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে কর্নিং গরিলা গ্লাস থ্রি। স্মার্টফোনটিতে রয়েছে মালি ৪০০ জিপিইউ এবং এক জিবি র্যাম ও আট জিবি ইন্টারনাল স্টোরেজ।
অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমের এই ফোনটি অ্যান্ড্রয়েড ৫.১ বা ললিপপে হালনাগাদ করে নেওয়া যায়। এর ব্যাটারি দুই হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার। দুই সিম সুবিধার ফোনটিতে ওটিএ, ওটিজি, থ্রিজি, এফএম রেডিও ব্লু-টুথ, ওয়াই-ফাই হটস্পট এবং মাইক্রো ইউএসবি ব্যবহারের সুবিধা রয়েছে।
দেশের বাজারে ১৩ হাজার ৯৯৯ টাকায় এই স্মার্টফোনটি বিক্রি করছে মাইক্রোম্যাক্স।
দেশের বাজারে ১৩ হাজার ৯৯৯ টাকায় এই স্মার্টফোনটি বিক্রি করছে মাইক্রোম্যাক্স।
0 comments:
Post a Comment