ফায়ারফক্স , অনন্যা যে কোন ব্রাউজার থেকে শক্তিশালী ও নিরাপদ ব্রাউজার। আর এর বিভিন্ন এক্সটেনশন একে আরও বেশি শক্তিশালী, অভিনব ও ওয়েব ব্রাউজিং এর আসল মজা এনে দেয়। ফায়ারফক্সের এরকমই একটি এক্সটেনশন হচ্ছে Piclens. Piclens ইমেইজ সার্চিং -এ এনে দিয়েছে এক নতুন মাত্রা। Piclens এক্সটেনশনটি ইন্সটল এর আগে ইমেইজ সার্চিং যে এত মজা নিয়ে করা যায় তা আমার জানা ছিল না।
Piclens ইন্সটল করে ফায়ারফক্স রিস্টার্ট হওয়ার পর http://image.google.com এ গিয়ে যে কোন কিছু সার্চ দিন। এবার ফায়ারফক্স এর ডানপাশে উপরের দিকে Piclens এর বাটনটিতে ক্লিক করুন আর ঢুকে পড়ুন Piclens এর 3D ভুবনে।
ঢুকেই দেখতে পাবেন আপনার সার্চ রেজাল্টের এর ছবিগুলো একটি 3D প্যানেলের উপর দাঁড়িয়ে রয়েছে। ছবিগুলো ব্রাউজ করার জন্য উইন্ডোর নিচে পেয়ে যাবেন একটি স্ক্রোলবার।
ছবিতে ক্লিক করে ছবিতে ফোকাস করতে পারবেন। মাউস হুইল ঘুরিয়ে প্যানেল জুমআউট ও জুমইন করতে পারবেন।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ছবিগুলো ব্রাউজ করতে পাতার পর পাতা আর ক্লিক করা লাগবে না। ব্রাউজ করার সময়ই সয়ংক্রিয় ভাবে একেএকে লোড হতে থাকবে। নতুন সার্চ করার জন্য ও সার্চ সার্ভিস নির্বাচন করার জন্য উইন্ডোর উপরের ডান দিকে একটি সার্চবক্স রয়েছে। গুগল ছাড়াও Piclens দিয়ে আপনি Flickers, Devian Art ও ... তে ছবি ব্রাউজ করতে পারবেন।
Piclens, ফায়রফক্স এর একটি দারুণ এক্সটেনশন। Piclens ইমেইজ সার্চিং এ এক নতুন স্বাধও অভিজ্ঞতা এনে দিয়েছে। এটি পাওয়ার পর ফায়ারফক্সের এর প্রতি আমার ভালোবাসা আরো বেশি বেড়ে গিয়েছে।
আপনার অনুভূতি কী? মন্তব্য দিয়ে জানান।
প্রোডাক্ট পাতা : http://piclens.comসরাসরি ডাউনলোড লিংক:
0 comments:
Post a Comment