একথা আপনাকে মানতেই হবে যে এন্ড্রয়েড দিয়ে WIFI এর পাসওয়ার্ড আসলেই হ্যাক করা যায়না!! এর জন্য অনেক এপ,টিঊটোরিয়াল থাকলেও একটাও কামের নাহ কিন্তু হ্যা আপনার সেটে যদি WIFI পাসওয়ার্ড কানেক্ট করা থাকে তাহলে সেটা বের করতে পারবেন।
কারণ অনেক সময় দেখা যায় আপনার ভাই বা পাশের বাসার অন্য কেউ WIFI পাসওয়ার্ড ফোনে কানেক্ট করে দিয়েছে কিন্তু যেটা আপনাকে জানাতে চান নি তাই পাসওয়ার্ড বলে দেননি ! লেখাপড়া নিয়ে এরকম ব্যাপার স্যাপার ঘটে । সেক্ষত্রে আপনি এই ট্রিকটি ফলো করে ওয়াইফাই এর পাসওয়ার্ড জানতে পারবেন !! তবে এজন্য আপনাকে অবশ্যই রুটেড ইউজার হতে হবে ।
কারণ অনেক সময় দেখা যায় আপনার ভাই বা পাশের বাসার অন্য কেউ WIFI পাসওয়ার্ড ফোনে কানেক্ট করে দিয়েছে কিন্তু যেটা আপনাকে জানাতে চান নি তাই পাসওয়ার্ড বলে দেননি ! লেখাপড়া নিয়ে এরকম ব্যাপার স্যাপার ঘটে । সেক্ষত্রে আপনি এই ট্রিকটি ফলো করে ওয়াইফাই এর পাসওয়ার্ড জানতে পারবেন !! তবে এজন্য আপনাকে অবশ্যই রুটেড ইউজার হতে হবে ।
প্রথমেই রুট ব্রাউজ করা যায় এমন ফাইল ম্যানেজার অপেন করুন, আমি এখানে Root Explorer দিয়ে কাজটি দেখাবো । আপনি চাইলে Es File Explorer বা Xplorer ও ব্যবহার করতে পারেন । সংগ্রহে না থাকলে এখান থেকে Root Explorer ডাউনলোড করে নিন
.
এবার নিচের দিকে #wifi নামে একটি ফোল্ডার পাবেন, প্রবেশ করুন । নিচের দিকে দেখুন #wpa_supplicant.conf নামের একটি ফাইল আছে । এক গ্লাস পানি খেয়ে নিন কারণ ফাইল টি অপেন করলেই পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত #WIFI_PASSWORD টি !!
.
এবার নিচের দিকে #wifi নামে একটি ফোল্ডার পাবেন, প্রবেশ করুন । নিচের দিকে দেখুন #wpa_supplicant.conf নামের একটি ফাইল আছে । এক গ্লাস পানি খেয়ে নিন কারণ ফাইল টি অপেন করলেই পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত #WIFI_PASSWORD টি !!
পুরো প্রক্রিয়া টি সহজে বুঝতে স্ক্রিনশট গুলো দেখুন।
.
●অ্যাপ ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন
[[Uploadex সাইট থেকে ডাউনলোড করতে ডিফল্ট বা UC ব্রাউজার ব্যবহার করবেন।
লিংকে গিয়ে Create download link এ ক্লিক করবেন । নতুন ট্যাব বা প্লেস্টোরে গেলে ব্যাকে এসে আবার ক্লিক করবেন]]
আমি আবারো বলছি পুরো প্রক্রিয়া টা করতে আপনার ফোন ওয়াইফাই কানেক্ট অবস্থায় থাকতে হবে।
Kkkkk
ReplyDelete