কি অবাক হলেন ?? অবাক হওয়ার কিছুই নেই! আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড এর Ram বাড়াতে পারবেন ! এবং খেলতে পারবেন দারুণ সব বড় বড় গেমস এবং কাজ করতে পারবেন আরোও অনেক দ্রুত গতিতে !!
কথা না বাড়িয়ে কাজে চলে আসি ।
আপনার যা যা লাগবে :
১) রুটেড এন্ড্রয়েড স্মার্টফোন।
২) একটি ক্লাস ৮ মাইক্রোএসডি মেমোরি কার্ড (নুন্যতম 8MBPS স্হপিড ওয়া উচিত)
৩) Ram Expander.
প্রথমে এইখান থেকে Ram Expander এপ টি ডাউনলোড করে নিন! গুগল প্লেতে মুল্য মাত্র $9.12
এবার এপটি ইন্সটল করে অপেন করলে নিচের ছবির মতো দেখতে পাবেন ।
এখন আপনার মেমোরি কার্ড যদি ৪জিবি হয় তবে সর্বচ্চ ৫১২ আর ৮জিবি হলে সর্বচ্চ ৮৫০ সোয়াপ সাইজ সিলেক্ট করে সোয়াপ একটিভ এনাবেল করে দিন ।
দেখবেন একটি সোয়াপ ফাইল তৈরি শুরু হবে । কিছুক্ষণ সময় লাগবে সোয়াপ সাইজ অনুযায়ী । এই সময়ে অন্য কোন কাজ করবেন না । আর সোয়াপিনেস আপনি ০ থেকে ১০০ যেকোন মান ব্যবহার করতে পারেন। ০ দিলে ভার্চুয়াল মেমরি/রেম ব্যবহার করবে না ! আর যত বাড়াবেন ততবেশী ব্যবহার বাড়বে। আমি ৫০ বা ডিফল্ট দিয়ে ব্যবহার করছি ।
সোয়াপ ফাইল তৈরি হলে আপনার ভার্চুয়াল রেম বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত রেম হিসেবে আপনার এন্ড্রয়েড ঐ সোয়াপ ফাইলকে ব্যবহার করবে । বাস্ কাজ শেষ । আমি আমার Symphony w10 এ ব্যবহার করছি । এবং সর্বমোট ১জিবি রেম !!
সতর্কবার্তা :
১) সোয়াপ রান করা অবস্থায় কোন ভাবে মেমরি কার্ড রিমুভ করবেন না ।
২) মেমরি কার্ড এ যে সোয়াপ ফাইল তৈরি হবে তা অবশ্যই ডিলিট করবেন না ।
৩) এটি খুব সহজ এবং নিরাপদ প্রক্রিয়া । তারপরও আপনার এন্ড্রয়েড এর কোন সমস্যা হলে তার দায়িত্ব শুধুই আপনার । ধন্যবাদ ।।।।
0 comments:
Post a Comment