ডান ক্লিক এ যোগ করুন বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন অপশন। হা বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এলাম ছোট একটি সফট, যার দ্বারা আপনি আপনার কম্পিউটারের মাউজের রাইট ক্লিক অপশনে বিভিন্ন অপশন যোগ করতে পারেন। এই জন্য আপনাকে ডাউনলোড করে নিতে হবে Right Click Enhancer নামের ছোট সফটওয়্যার টি। মাত্র ২.৮০ মেগাবাইট। ডাউনলোড করে ইন্সটল করুন এবং ইন্সটল শেষে ডেস্কটপ আইকন এ ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনি বিভিন্ন মেনু পাবেন। তার মধ্যে একটি মেনু নিয়ে আমি বলছি- Right Click Tweakerএ ক্লিক করলে আপনি নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনি উপরের নির্দেশিত বিভিন্ন অপশন রাইট ক্লিক এ যোগ করার জন্য টিক চিহ্ন দিন এবংApply Tweakes ক্লিক দিন। দেখুন আপনার কম্পিউটারের মাউজে রাইট ক্লিক অপশনে এ সমস্ত প্রোগ্রাম যোগ হয়ে গেছে।
বন্ধুরা আমি তো শুধু একটি মেনু নিয়ে আলোচনা করলাম, এতে আরও রাইট ক্লিক এ যোগ দেয়ার বিভিন্ন অপশন আছে যেমন- My Computer Manager, Send To Manager, Right Click Editor, New Menu Editor সহ অন্যান্য। আর এ সমস্ত মেনু গুলির ব্যবহার জানার জন্য মূল উইন্ডো তে Helpমেনুতে ক্লিক করলেই এর সকল ব্যবহার বিধি আপনার স্ক্রিনে দেখা যাবে এবং এটি দেখে এই সফট টির পুরোপুরি ব্যবহার শিখে নিন। এটি উইন্ডোজ এক্সপি,সেভেন ও ভিস্তায় চলায় উপযোগী।
Right Click Enhancer এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিন।
0 comments:
Post a Comment