আপনারা যারা অনলাইনে আয় করতে চান বা করছেন, তাদের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম হলো গুগল অ্যাডসেন্স । অনলাইন বিজ্ঞাপনে এপর্যন্ত তাদের মত সাফল্য আর কেউ পায়নি । বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন বিজ্ঞাপনদাতা এই সংস্থা নিজেরা কোটিপতি হবার পাশাপাশি আপনাকেও কোটিপতি হবার সুযোগ করে দিয়েছে ।
কি এমন সুবিধা তারা দিয়ে থাকে যা অন্য কেউ দিতে পারে না ? কিভাবে বিনিয়োগকারীরা নিশ্চিত থাকেন, তাদের বিজ্ঞাপনটুকু সঠিক ও আগ্রহী ক্রেতার কাছে পৌছবে ? উত্তরটুকু এখানেই ।
সঠিক ও আগ্রহী ক্রেতা । সাধারণ ব্যবস্থায়, ব্যবসায়ীরা তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করে থাকেন সংবাদপত্রে, রেডিও, টিভি বা বিলবোর্ডে । এতে ব্যাপার যেটা হয়- তাদেরকে আসলে খরচ করতে হয় প্রত্যেক জন বিজ্ঞাপন দর্শকের জন্য । তারা কয়েক লক্ষ বা কয়েক কোটি দর্শককে বিজ্ঞাপন দেখাবার জন্য কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা খরচ করেন । কিন্তু দেখা যায় এদের মধ্যে নির্দিষ্ট পণ্যের জন্য আগ্রহী ক্রেতা হয় সামান্যই । যার ফলে বাকিদের জন্যে ব্যাপারটা উলুবনে মুক্তা ছড়ানোর মতোই একটা ব্যপার হয়ে দারায় । একজন মধ্যবিত্ত ব্যবসায়ী বা সরকারে চাকুরে অভিজাত বাড়ি অথবা বিলাসবহুল বাড়ি কেনার ব্যাপার কখনোই আগ্রহী হবেন না । অথচ প্রতিনিয়ত বাড়ি বিক্রেতা অথবা গাড়ি বিক্রেতা তাদেরকেও বিজ্ঞাপনের দর্শক করতে বাধ্য হচ্ছেন । যার ফলে অযথা বিপুল পরিমাণ টাকা খরচ করছেন তারা । অথচ আগ্রহী ক্রেতা নির্দিষ্ট একটি গন্ডির লোক । এবার চিন্তা করুন এমন একটি বিজ্ঞাপন ব্যবস্থার কথা, যেখানে পণ্যের বিজ্ঞাপন শুধুমাত্র তাদের কানেই পৌঁছায়, যারা আগ্রহী ক্রেতা, আগ্রহী হতে পারেন অথবা যারা সেই পণ্য কিনবার ক্ষমতা রাখেন । এখানে কয়েক লক্ষ বা কয়েক কোটি দর্শকের বদলে দর্শক মাত্র হাজার বা লাখের কোটায় । অথচ এই প্রত্যেক দর্শকই সেই পণ্যের ব্যাপার আগ্রহী অথবা ভবিষ্যতে আগ্রহী হবেন অথবা কিনবার ক্ষমতা রাখেন । ফলাফল অত্যন্ত কম খরচে, বিশাল পরিমাণ সঠিক ও আগ্রহী দর্শকের কাছে বিজ্ঞাপন পৌছানো । একি সহজ ব্যাপার ?
এই চমৎকার ব্যবস্থার উদ্ভবক গুগল এবং এটাকে কাজে লাগিয়ে তারা বছরে হাজার হাজার কোটি টাকা আয় করে থাকে । বেশ, আয় করল তো গুগল করল । তাতে সাধারণ মানুষের কি? আছে ভাই আছে, সাধারণ মানুষের অনেক কিছুই পাবার আছে ।
আপনার কি একটি ওয়েবসাইট আছে ? অথবা সাধারন ব্লগ ? যেটা কিনা অন্যদের কাছে জনপ্রিয় ? প্রতি মাসে লক্ষ লক্ষ না হোক হাজার হাজার ভিজিটর পান আপনি ? উত্তর যদি হ্যাঁ হয়, তবে তবে আপনিই সেই লোক যে আয় করতে পারেন গুগলের কাছ থেকে । গুগল তার বিজ্ঞাপন রাখবে আপনার সাইটে । দর্শক আসবে, দেখবে, আগ্রহী হবে । বিজ্ঞাপন হতে পারে কোন বাস্তব পণ্যের অথবা কোন বিশেষ সফটঅয়্যার অথবা কোন সার্ভিসের । তারা বিজ্ঞাপনে আগ্রহী হয়ে পণ্য ক্রয় করবে । ব্যবসায়ী লাভবান হবেন । গুগল বিজ্ঞাপনের জন্য পয়সা পাবে । তার একটা ভাগ পাবেন আপনি । এর পরিমাণ কত হতে পারে তার কোন সীমা নেই । অনেকেই আছেন, যারা গুগল থেকে প্রতি মাসে কয়েক লক্ষ ডলারের Pay Check পেয়ে থাকেন । তাদের মধ্যে একজন হতে পারেন আপনিও । আগে শুরু তো করুন । হাজার মাইল ব্যাপী ভ্রমণের শুরুটা প্রথম পদক্ষেপ থেকেই । তাই না ?
কিভাবে গুগল তার নির্দিষ্ট দর্শকের কাছে পৌছায় ? এটা জানবার দরকার নেই মনে হলেও জেনে রাখলে কাজে দেবে। আপনি একটি সাধারন ব্লগের মালিক । মনে করেন আপনি গল্প লেখেন । হতে পারে বাংলা ইংরেজী বা হতে পারে ভালবাসার ভুতের বা অন্য কিছু । ধরুন আপনি আপনার ব্লগে একটা চমৎকার ভালবাসার গল্প লিখলেন । এখন গুগলের কাছে যদি কোন বই এর এড থাকে তাহলেই আপনার গল্পটার শেষে দিয়ে দেবে বইটার এড । গল্পটা পড়ার পড় ভিজিটর যখনই এডটা দেখবে তখনই বা পরে কিনতে চাইবে । ফলাফল? কোম্পানি পেল একজন ক্রেতা অথবা সম্ভাব্য ক্রেতা । গুগল পেল তার পয়সা, আপনি পেলেন আপনার পয়সা । হাজার মানুষের কাছে বিজ্ঞাপন প্রচার করে দশটি ক্রেতা পাবার থেকে ১০০টি মানুষের কাছে বিজ্ঞাপন প্রচার করে ১০টি ক্রেতা পাওয়া কি লাভজনক নয় ?
গুগল দু’ভাবে বিজ্ঞাপন প্রদর্শন কাউন্ট করে। প্রতি হাজার ইউনিক বিজ্ঞাপন প্রদর্শনের জন্য আপনি পেতে পারেন পয়সা অথবা প্রতিটি ইউনিক বিজ্ঞাপন ক্লিকের উপরে আপনি পেতে পারেন পয়সা । অর্থের পরিমাণ গুগল কোনদিনই প্রকাশ করে না । অর্থাৎ কোন বিজ্ঞাপনে কত পয়সা। সুতরাং মাস শেষে পাওয়া টাকা গুনেই আপনাকে সন্তুষ্ট হতে হবে ।
আপনি এখন আগ্রহী। চিন্তা করছেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। চলে যান adsense.google.com এ । অ্যাকাউন্ট খুলবার সময় তারা আপনার সাইট/বগটির ঠিকানা নেবে রিভিউ করার জন্য । রিভিউ করে যদি তাদের মনে হয় এতে বিজ্ঞাপন দিলে লাভজনক হবে, তবেই তারা আপনার অ্যাকাউন্ট অ্যাকটিভ করবে । নয়ত লাভ নেই । তারা সাইট রিভিউ করে কনটেন্ট ও অনেক কিছুর উপরে । পরবর্তীতে এই বিষেয়ে আরও জানাবার ইচ্ছা থাকলে মন্তব্যে জানাবেন । কারন আপনাদের মন্তব্য আমাদের কে আলাদা একটা শক্তি দেয় ।
আজকাল গুগল এডসেন্স একাউন্ট পাওয়া অনেক কঠিন । কিভাবে সহজে পাওয়া যেতে পারে, সেটাও জানাবার চেষ্টা করব । সেই পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন । ধন্যবাদ ।
0 comments:
Post a Comment