কম্পিউটারে অনাখাঙ্খিত ইন্টারনেট খরচ বন্ধ করুন খুব সহজেই, 900 KB সাইজের ছোট্ট একটি অ্যাপ দিয়ে !
কম্পিউটারে যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তাদের অনেকে প্রায়ই একটি সমস্যায় পরেন, তা হল অঙ্খাঙ্খিত ইন্টারনেট খরচ ! দেখা যায় যে, ইন্টারনেট কানেকশন অন করা মাত্রই ডাটা খরচ শুরু হয়ে গিয়েছে; যদিও ব্যবহারকারী কোনকিছু ডাউনলোড বা আপলোড করছেন না ! ব্যবহারকারী যদি আনলিমিটেড ইন্টারনেট কানেকশন ব্যবহার করে থাকেন, তাহলে তাকে অবশ্য এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হয় না । কিন্তু তিনি যদি বাংলাদেশের কোন মোবাইল ফোন কোম্পানির লিমিটেড ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করে থাকেন, তাহলে তার মাথা খারাপ হওার উপক্রম হওয়া অস্বাভাবিক কিছু নয় । তাই আপনাদের মাথা যেন খারাপ না হওার উপক্রম হয়, সে জন্য আপনাদের জন্য তৈরি করে ফেললাম দারুণ একটা অ্যাপ, যার নাম System Background Data Disabler. এটি ব্যবহার করে আপনি কম্পিউটারে অনাখাঙ্খিত ইন্টারনেট খরচ বন্ধ করতে পারবেন ।
* কেন এই অনাখাঙ্খিত ইন্টারনেট ডাটা খরচ হয়?
মূলত উইন্ডোজ অটো আপডেট সহ বিভিন্ন জিনিস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়ার কারণেই মূলত অনাখাঙ্খিত ইন্টারনেট ডাটা খরচ হয় । অনেক সময় দেখা যায় যে, উইন্ডোজ এর অটো আপডেট বন্ধ রাখার পরেও স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট খরচ হয়েই চলেছে ! এর কারন হল, উইন্ডোজ অটো আপডেট বাদেও আরও আনেক বিষয় রয়েছে, যেগুলো এই অনাখাঙ্খিত ইন্টারনেট ডাটা খরচ এর সাথে সম্পৃক্ত । এ ছাড়াও আপনার ইন্সটল করা বিভিন্ন সফটওয়ারে অটো আপডেট ফিচার চালু থাকার কারণে এই অনাখাঙ্খিত ইন্টারনেট ডাটা খরচ হতে পারে । যেমনঃ এন্টিভাইরাসের আটো আপডেট । তবে আপনি চাইলে খুব সহজেই আপনার ইন্সটল করা সফটওয়্যারগুলোর অটো আপডেট + উইন্ডোজ অটো আপডেট বন্ধ করতে পারবেন, কিন্তু অপারেটিং সিস্টেমের আরও কিছু সার্ভিস, প্রসেসকে সহজেই ইন্টারনেট ডাটা গ্রহণ থেকে বিরত রাখতে পারবেন না । আর এ জন্যই System Background Data Disabler.
* কিভাবে এই অনাখাঙ্খিত ইন্টারনেট ডাটা খরচ বন্ধ করবেন?
এ জন্য প্রথমে System Background Data Disabler v1.0 (Beta) রান করুন । এরপরে OK> Yes> OK> Yes বাটন গুলোতে ক্লিক করুন । তাহলে পিসি রিস্টার্ট হবে । ব্যাস, এখন উইন্ডোজ এর সিস্টেম বাকগ্রাউন্ড ডাটা অফ হয়ে গেল । এরপরেও যদি দেখা যায় যে, আপনি কোন কিছু ব্যবহার না করা সত্ত্বেও ইন্টারনেট খরচ হয়েই চলেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে, আপনার ইন্সটল করা কোন সফটওয়্যারের কারণে সেটি হচ্ছে । তবে এ ক্ষেত্রে সেই সফটওয়্যারের সেটিংস এ গিয়ে "অটো আপডেট" অফ করে দিলেই সেটি বন্ধ হয়ে যাবে ।
* কিভাবে বুঝবেন যে, কোন সফটওয়্যারের কোন ফাইলটি ইন্টারনেট ডাটা খরচ করছে?
এ জন্য আপনি Resource Monitor ব্যবহার করতে পারেন । Resource Monitor চালু করতে কীবোর্ড এর Windows Button + R চেপে Run ওপেন করুন । Run বক্স এ লিখুন perfmon এবং এন্টার চাপুন । তাহলে নতুন একটি উইন্ডোজ ওপেন হবে, যার ডান পাশে নীল অক্ষরে লিখা দেখতে পাবেন Open Resource Monitor. ওখানে ক্লিক করলেই Resource Monitor চালু হবে এবং Resource Monitor এর Network ট্যাব এ ক্লিক করলেই আপিনি দেখতে পাবেন কোন কোন ফাইল ইন্টারনেট ডাটা ব্যবহার করছে । যেগুলোর নামের পাশে ব্র্যাকেটের মধ্যে কিছু লিখা দেখতে পাবেন, সেগুলো হলো সিস্টেম সার্ভিস, তাই ওগুলো নিয়ে ঘাটতে যাবেন না । আর যেই ফাইলটি লিস্টে সবার আগে থাকবে, সেটিই সবচেয়ে বেশী নেট ব্যবহার করবে । তবে নিচের দিকে কিছু থাকলেও সেগুলো খুব সামান্য বা নেট ব্যবহার করে না বললেই চলে । এখন সেখানকার কোনো ফাইল কোন অ্যাপ্লিকেশান এর অংশ, তা বুঝার জন্য সেই ফাইলটির নাম মনে রাখুন এবং Task Manager ওপেন করে সেই প্রসেসটি খুঁজে বের করুন এবং তার অপশনে গিয়ে Open File Location এ সিলেক্ট করুন । তখন নিজেই বুঝতে পারবেন যে, সেটা কোন সফটওয়্যারের । এরপরে সেই সফটওয়্যারের অটো আপডেট বন্ধ করে দিন আর তা না সম্ভব হলে আগে ফাইল লোকেশন বের করুন । এরপরে প্রসেসটি Kill করুন এবং ফাইল লোকেশনে দেখানো ফাইলটি ডিলেট করে দিন । তবে এভাবে ফাইল ডিলিট করার কাজটি সতর্কতার সাথে করা উচিৎ আর অনভিজ্ঞদের না করাই ভালো । কারণ, আপনি যদি AutoUpdater ফাইলটি ডিলিট করতে গিয়ে অন্য কোন ফাইল ডিলিট করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে ।
যাইহোক, আজকে আর এটা নিয়ে বেশী কিছু লিখছি না । সময় ও সুযোগ পেলে System Background Data Disabler v1.0 (Beta) এর নতুন ভার্শন বের করা হবে এবং তা বর্তমান ভার্শনের তুলনায় আরো এডভান্সড করা হবে । সময়ের অভাবে বেটা ভার্শনটি আর ডেভেলপ করা হয় নি । তবে বর্তমান বেটা ভার্শনটি সম্পূর্ণ কার্যকরী (পরবর্তীতে প্রুফ ভিডিও আপলোড করা হবে) । তা ছাড়া একটা স্কিনশট দিলাম, মোডেমে ১ ঘণ্টা ৩১ মিনিট ডাটা কানেকশন অন রাখার পরেও ডাটা খরচ হয়েছে মাত্র ৬২.৭ কেবি, যা খুবই নগণ্য । আর System Background Data Disabler v1.0 (Beta) এর ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিন । ফাইল সাইজ ৯০০ কিলোবাইট মাত্র ।
কম্পিউটারে যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তাদের অনেকে প্রায়ই একটি সমস্যায় পরেন, তা হল অঙ্খাঙ্খিত ইন্টারনেট খরচ ! দেখা যায় যে, ইন্টারনেট কানেকশন অন করা মাত্রই ডাটা খরচ শুরু হয়ে গিয়েছে; যদিও ব্যবহারকারী কোনকিছু ডাউনলোড বা আপলোড করছেন না ! ব্যবহারকারী যদি আনলিমিটেড ইন্টারনেট কানেকশন ব্যবহার করে থাকেন, তাহলে তাকে অবশ্য এইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হয় না । কিন্তু তিনি যদি বাংলাদেশের কোন মোবাইল ফোন কোম্পানির লিমিটেড ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করে থাকেন, তাহলে তার মাথা খারাপ হওার উপক্রম হওয়া অস্বাভাবিক কিছু নয় । তাই আপনাদের মাথা যেন খারাপ না হওার উপক্রম হয়, সে জন্য আপনাদের জন্য তৈরি করে ফেললাম দারুণ একটা অ্যাপ, যার নাম System Background Data Disabler. এটি ব্যবহার করে আপনি কম্পিউটারে অনাখাঙ্খিত ইন্টারনেট খরচ বন্ধ করতে পারবেন ।
* কেন এই অনাখাঙ্খিত ইন্টারনেট ডাটা খরচ হয়?
মূলত উইন্ডোজ অটো আপডেট সহ বিভিন্ন জিনিস স্বয়ংক্রিয়ভাবে আপডেট হওয়ার কারণেই মূলত অনাখাঙ্খিত ইন্টারনেট ডাটা খরচ হয় । অনেক সময় দেখা যায় যে, উইন্ডোজ এর অটো আপডেট বন্ধ রাখার পরেও স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট খরচ হয়েই চলেছে ! এর কারন হল, উইন্ডোজ অটো আপডেট বাদেও আরও আনেক বিষয় রয়েছে, যেগুলো এই অনাখাঙ্খিত ইন্টারনেট ডাটা খরচ এর সাথে সম্পৃক্ত । এ ছাড়াও আপনার ইন্সটল করা বিভিন্ন সফটওয়ারে অটো আপডেট ফিচার চালু থাকার কারণে এই অনাখাঙ্খিত ইন্টারনেট ডাটা খরচ হতে পারে । যেমনঃ এন্টিভাইরাসের আটো আপডেট । তবে আপনি চাইলে খুব সহজেই আপনার ইন্সটল করা সফটওয়্যারগুলোর অটো আপডেট + উইন্ডোজ অটো আপডেট বন্ধ করতে পারবেন, কিন্তু অপারেটিং সিস্টেমের আরও কিছু সার্ভিস, প্রসেসকে সহজেই ইন্টারনেট ডাটা গ্রহণ থেকে বিরত রাখতে পারবেন না । আর এ জন্যই System Background Data Disabler.
* কিভাবে এই অনাখাঙ্খিত ইন্টারনেট ডাটা খরচ বন্ধ করবেন?
এ জন্য প্রথমে System Background Data Disabler v1.0 (Beta) রান করুন । এরপরে OK> Yes> OK> Yes বাটন গুলোতে ক্লিক করুন । তাহলে পিসি রিস্টার্ট হবে । ব্যাস, এখন উইন্ডোজ এর সিস্টেম বাকগ্রাউন্ড ডাটা অফ হয়ে গেল । এরপরেও যদি দেখা যায় যে, আপনি কোন কিছু ব্যবহার না করা সত্ত্বেও ইন্টারনেট খরচ হয়েই চলেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে, আপনার ইন্সটল করা কোন সফটওয়্যারের কারণে সেটি হচ্ছে । তবে এ ক্ষেত্রে সেই সফটওয়্যারের সেটিংস এ গিয়ে "অটো আপডেট" অফ করে দিলেই সেটি বন্ধ হয়ে যাবে ।
* কিভাবে বুঝবেন যে, কোন সফটওয়্যারের কোন ফাইলটি ইন্টারনেট ডাটা খরচ করছে?
এ জন্য আপনি Resource Monitor ব্যবহার করতে পারেন । Resource Monitor চালু করতে কীবোর্ড এর Windows Button + R চেপে Run ওপেন করুন । Run বক্স এ লিখুন perfmon এবং এন্টার চাপুন । তাহলে নতুন একটি উইন্ডোজ ওপেন হবে, যার ডান পাশে নীল অক্ষরে লিখা দেখতে পাবেন Open Resource Monitor. ওখানে ক্লিক করলেই Resource Monitor চালু হবে এবং Resource Monitor এর Network ট্যাব এ ক্লিক করলেই আপিনি দেখতে পাবেন কোন কোন ফাইল ইন্টারনেট ডাটা ব্যবহার করছে । যেগুলোর নামের পাশে ব্র্যাকেটের মধ্যে কিছু লিখা দেখতে পাবেন, সেগুলো হলো সিস্টেম সার্ভিস, তাই ওগুলো নিয়ে ঘাটতে যাবেন না । আর যেই ফাইলটি লিস্টে সবার আগে থাকবে, সেটিই সবচেয়ে বেশী নেট ব্যবহার করবে । তবে নিচের দিকে কিছু থাকলেও সেগুলো খুব সামান্য বা নেট ব্যবহার করে না বললেই চলে । এখন সেখানকার কোনো ফাইল কোন অ্যাপ্লিকেশান এর অংশ, তা বুঝার জন্য সেই ফাইলটির নাম মনে রাখুন এবং Task Manager ওপেন করে সেই প্রসেসটি খুঁজে বের করুন এবং তার অপশনে গিয়ে Open File Location এ সিলেক্ট করুন । তখন নিজেই বুঝতে পারবেন যে, সেটা কোন সফটওয়্যারের । এরপরে সেই সফটওয়্যারের অটো আপডেট বন্ধ করে দিন আর তা না সম্ভব হলে আগে ফাইল লোকেশন বের করুন । এরপরে প্রসেসটি Kill করুন এবং ফাইল লোকেশনে দেখানো ফাইলটি ডিলেট করে দিন । তবে এভাবে ফাইল ডিলিট করার কাজটি সতর্কতার সাথে করা উচিৎ আর অনভিজ্ঞদের না করাই ভালো । কারণ, আপনি যদি AutoUpdater ফাইলটি ডিলিট করতে গিয়ে অন্য কোন ফাইল ডিলিট করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা হতে পারে ।
যাইহোক, আজকে আর এটা নিয়ে বেশী কিছু লিখছি না । সময় ও সুযোগ পেলে System Background Data Disabler v1.0 (Beta) এর নতুন ভার্শন বের করা হবে এবং তা বর্তমান ভার্শনের তুলনায় আরো এডভান্সড করা হবে । সময়ের অভাবে বেটা ভার্শনটি আর ডেভেলপ করা হয় নি । তবে বর্তমান বেটা ভার্শনটি সম্পূর্ণ কার্যকরী (পরবর্তীতে প্রুফ ভিডিও আপলোড করা হবে) । তা ছাড়া একটা স্কিনশট দিলাম, মোডেমে ১ ঘণ্টা ৩১ মিনিট ডাটা কানেকশন অন রাখার পরেও ডাটা খরচ হয়েছে মাত্র ৬২.৭ কেবি, যা খুবই নগণ্য । আর System Background Data Disabler v1.0 (Beta) এর ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিন । ফাইল সাইজ ৯০০ কিলোবাইট মাত্র ।
ডাউনলোড করুন এখন থেকে
যে কোন সমস্যায় আমার সাথে যোগাযোগ করুন
সবাইকে ধন্যবাদ ৷
0 comments:
Post a Comment