মাঝে মাঝেই আমরা আমাদের
ইন্টারনেটের স্বাভাবিক গতি কমে যায়
এবং ফলে আমাদের সম্মুখীন হতে হয়
বিভিন্ন সমস্যার, কেননা বর্তমানে
ইন্টারনেটেই আমরা আমাদের কাজের
প্রায় ৪০-৫০ শতাংশ কাজ করে ফেলি।
তবে ইন্টারনেটের স্বাভাবিক এই গতি
যদি হঠাত করে কমে যায় তবে আমরা
চিন্তিত না হয়ে যদি ছোটখাটো কিছু
বিষয়ের উপর নজর দেই তবে আমাদের এই
সমস্যাগুলো আমরাই সমাধান করে ফেলতে
পারি। আর এমনই সব ছোটখাটো বিষয়গুলো
নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে
যেগুলো খুব সহজেই আপনাদের স্বাভাবিক
ইন্টারনেটের গতি ফিরিয়ে আনবে বলেই
আশা রাখছি। চলুন, শুরু করা যাক তাহলে।
…
♥বাজে এক্সটেনশন:
↓
আমরা আমাদের পছন্দের ব্রাউজারের
সাথে ব্রাউজিং এক্সপেরিয়ন্সকে আরও
রিচ করতে বা ব্রাউজিং প্রসেসকে আরও
সহজ করতে বিভিন্ন ধরণের ব্রাউজারের
এক্সটেনশন ব্যবহার করে থাকি। অনেকের
হয়তো মনে হতে পারে এধরণের
এক্সটেনশন শুধু আমাদের সাহায্যই করে
থাকে কিন্তু মজার বিষয় হচ্ছে সাহায্য
করার পাশাপাশি এমন কিছু এক্সটেনশন
আছে যেগুলো আমাদের ইন্টারনেট
স্পিডের বারোটাও বাজিয়ে দিতে
পারে। তাই যদি এক্সটেনশন ব্যবহার করতেই
হয় তবে সেই এক্সটেনশনটি রেপ্যুটেশন
এবং রিভিউ দেখেই আমাদের সেটা
ব্যবহার করা উচিৎ। আর আপনার
ব্রাউজারের এক্সটেনশনের তালিকায় যদি
এমন কোন এক্সটেনশন দেখতে পান
যেগুলো আপনি ইন্সটল করেন নি, অন্য
কোন সফটওয়্যারের সাথে ইন্সটল হয়ে
গিয়েছে তবে আপনি যত দ্রুত সম্ভব সেই
এক্সটেনশনগুলো মুছে দিন। এছাড়াও
আপনার ইন্সটল করা এক্সটেনশনগুলোর মধ্যে
যদি এমন কিছু থাকে যা আপনি সচরাচর
ব্যবহার করেন না বললেই চলে তবে সেই
এক্সটেনশনটিও মুছে দিন। কেননা এই
এক্সটেনশনগুলো শুধু আপনার নেট স্পিডই নয়
বরং আপনার কম্পিউটারের র্যাম রিসোর্সও
ব্যবহার করে থাকে।
যদি এখনো আমার কথা বিশ্বাস না করে
থাকনে তবে ক্রোমের টাস্ক
ম্যানেজারে গিয়ে দেখতে পারেন
আপনার এস্কটেনশনগুলো কি করছে না
করছে।
…
♥অ্যান্টিভাইরাস প্রোগ্রাম:
↓
কিছু বাজে অ্যান্টিভাইরাস প্রোগ্রাম
রয়েছে যেগুলো আপনার সমগ্র
কম্পিউটারকেই স্লো করে ফেলে, তবে
সেই ধীরগতিটা আপনি বোঝেন
ব্রাউজিং করার সময় কেননা ব্রাউজিং
প্রসেস এমনিতেই র্যাম রিসোর্স বেশি
ব্যবহার করে থাকে। আর যখন আপনার সমগ্র
কম্পিউটারই ধীর গতির কাজ করছে তখন
র্যাম রিসোর্স হাংরি ব্রাউজারগুলো যে
এমনিতেই আরও ধীর গতিতে কাজ করবে
সেটা বুঝে নেওয়া কোন রকেট
সায়েন্সতো নয়। আবার অনেক
অ্যান্টিভাইরাসের ইন্টারনেট
সিকিউরিটি ভার্সনগুলো ব্রাউজারের
প্রতিটি এক্সটেনশন, বা পেজ সব পরীক্ষা
করে আপনাকে সেই পেজটি প্রদর্শন করে,
ফলে স্বাভাবিক ভাবেই কমে যায় আপনার
ইন্টারনেট স্পিড। এটাতো গেল ইন্টারনেট
ব্যবহারের কথা, সামান্য কপি-পেস্টেই
বাজে অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো
আপনার কম্পিউটারটিকে ধীর গতির করে
ফেলে, বিশ্বাস না হলে নিচের এভি
টেস্টের ফলাফলটি দেখতে পারেন।
…
♥প্লাগইনস:
↓
আমরা অনেকেই আছি প্লাগইন সম্পর্কে
ভাবিনা কেননা এগুলো বেশিরভাগ সময়ই
স্বয়ংক্রিয় ভাবে কাজ করে থাকে। তবে
এই প্লাগইনগুলো যখন
ইনসাফিসিয়েন্টভাবে কাজ করবে তখন
আমাদের ব্রাউজার ধীর গতির হয়ে
যেতে পারে। উদাহরণস্বরূপ - ফ্ল্যাশ! একে
অবশ্য রিসোর্স হাংরি প্লাগইন-ও বলা
চলে। যা সাফিসিয়েন্টলি কাজ না করলে
আমাদের ব্রাউজারের স্পিড কমিয়ে
দিতে পারে বেশ কিছুটাই, সাথে
ব্রাউজার ক্র্যাশও করতে পারে।
যে কোন প্লাগইন সমস্যা থেকে সমাধান
পাবার উপায় হচ্ছে এগুলোকে
স্বয়ংক্রিয়ভাবে চলতে না দিয়ে
ম্যানুয়ালি অপারেট করা। অর্থাৎ, যখনই
কোন একটি প্লাগইনের দরকার হবে তখন
সেটি রান হবার পূর্বে আপনার কাছ
থেকে পারমিশন চেয়ে নিবে ফলে
আপনি জানবেন কোথায় কি হচ্ছে। এর জন্য
ক্রোম এবং ফায়ারফক্সের আলাদা কিছু
প্লাগইন রয়েছে, আপনি ইন্টারনেটে একটু
সার্চ করলেই খুঁজে পাবেন প্লাগইনগুলো।
…
♥ডায়াবলিকাল ডিএনএস:
↓
ইন্টারনেটের জন্য একটি ডিএনএস
(ডায়নামিক নেম সার্ভার) হচ্ছে একটি
ফোন বুকের মত। এটি আপনার
কম্পিউটারকে বলে দেয় যে আপনার
ব্রাউজারের অ্যাড্রেসবারে এন্ট্রি করা
ইউআরএলটি ঠিক কোথায় খুঁজতে হবে।
আপনি হয়তো ভাবতে পারেন যে এটির
আপনার ব্রাউজিং স্পিড বা ব্রাউজিং
এক্সপেরিয়ন্সের সাথে কোন সম্পর্কে
নেই তবে আপনি জেনে অবাক হবেন যে
আপনার লোকেশনের সাথে ম্যাচ করে
বেস্ট ডিএনএ সেট করলে আপনার
ব্রাউজিং স্পিডে আপনি সিগনিফিসেন্ট
পরিবর্তন পেতে পারেন।
…
♥ব্রাউজিং ডাটা:
↓
আমাদের ব্রাউজারগুলো বিভিন্ন কারণে
অনেক বড় অ্যামাউন্টের ব্রাউজিং ডাটা
সংরক্ষণ করে রাখে। এর ফলে আপনার
প্রাইভেসি ক্ষতির সম্মুখীন হওয়া ছাড়াও
আপনার ব্রাউজিং স্পিডও ধীর গতির হতে
পারে। তাই আপনি ব্রাউজিং ডাটা
ক্লিয়ার করেও কিছুটা ভালো স্পিড
পেতে পারেন।

0 comments:
Post a Comment