Payza একটি আন্তর্জাতিক পেমেন্ট প্রসেসর। যা আপনার ডলার বা অন্য কোন কারেন্সি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ আনতে সাহায্য করবে। ফ্রীলান্সারের ভাষায়, আপনার অনলাইনে আয় করা ডলার টাকায় রূপান্তর করে আপনার হাতে আসা পর্যন্ত মাঝখানে যে দালাল কাজ করবে সেই হল Payza। Payza ছাড়াও আরো অনেক পেমেন্ট প্রসেসর আছে যারা আপনার আয় করা ডলার আপনার হাতে আসতে সাহায্য করতে পারে। এর মধ্যে জনপ্রিয় কিছু পেমেন্ট প্রসেসর হল, Paypal, Payza, Skrill(Monyebookers), Webmoney, Neteller ইত্যাদি। এদের মধ্যে Paypal ছাড়া বাকি সবাই বাংলাদেশ সাপোর্ট করে।
কিভাবে আমি Payza অ্যাকাউন্ট খুলবো?
_______________________________________________________________________________
অনলাইনে অনেক ওয়েবসাইট এ আমরা আমাদের অ্যাকাউন্ট খুলে থাকি। সহজ কথায় আপনি ফেসবুক এ যেভাবে অ্যাকাউন্ট করেছেন Payza তে অ্যাকাউন্ট করা প্রায় একই রকম। কোনো ধরণের ভিন্নতা নেই। এই লিঙ্কে গিয়ে সাইন আপ করুন ।
কিভাবে আমি Payza অ্যাকাউন্ট ভেরিফাই করবো ?
________________________________________________________________________________
ভেরিফাই করার আগে কিছু কথা বলে নেওয়া ভাল তা হল, আপানার যদি মাসে সামান্য কিছু ডলার লেনদেন হয় এবং শুধু মাত্র এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট এ ডলার ট্রান্সফার এর মাধ্যমে টাকা তুলেন তাহলে আপনার Payza অ্যাকাউন্ট ভেরিফাই না করলেও চলবে। আর ব্যাংক এর মাধ্যমে টাকা পেতে হলে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। Payza অ্যাকাউন্ট ভেরিফাই করা খুব বেশি কঠিন কিছু না। নিচের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট করে নিতে পারবেন।
যা যা প্রয়োজনঃ
________________________________________________________________________________
Document Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে গেলে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি। আপনার এক মাসের ব্যাংক স্টেটমেন্ট ( সর্বচ্চো ছয় মাসের পুরোনো )
Photo ID Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে গেলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে। এক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই।
যা যা করতে হবে
_______________________________________________________________________________
১ম ধাপঃ আপনার পেজা একাউন্টে লগইন করে আপনার নাম এর উপর ক্লিক করুন।
২য় ধাপঃ তারপর Verification এ ক্লিক করুন।
৩য় ধাপঃ এবার যেকোনো একটি অপশন বেছে নিন।
ধরুন আমরা Document Validation অপশনটি বেছে নিলাম।
Photo ID অপশন থেকে যেকোনো একটি অপশন বেছে নিন এবং Choose File এ ক্লিক করে আপনার ডকুমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করুন। এবার তার নিচে Bank Document এর নিচে Bank Statementএ টিক চিহ্ন দিয়ে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করে দিন। এবার Next চাপুন।
আপনার আপলোড করা ডকুমেন্ট গুলো যাচাই করুন।
এবার সেন্ড অপশনে ক্লিক করুন।
ভেরিফিকেশন রিকোয়েস্ট পাঠানোর ৩-৪ দিন এর মধ্যে আপনাকে Payza থেকে ইমেইল পাঠাবে।
একাউন্ট ভেরিফাই না হবার কিছু কারন
_______________________________________________________________________________
আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে।
আপনার ব্যাংক স্টেটমেন্টে দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার Payza একাউন্টের নাম বা ঠিকানার মিল না থাকলে।
আপনার সাবমিট করা ডকুমেন্ট করাপ্টেড বা নষ্ট হলে।
একাউন্ট খুলার জন্য ক্লিক করুন এইখানে -> সাইন আপ
যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন :)
0 comments:
Post a Comment